8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / নিপীড়িত প্রতিটি মানুষই ইউক্রেনে হামলা বন্ধ চায়- মোমিন মেহেদী

নিপীড়িত প্রতিটি মানুষই ইউক্রেনে হামলা বন্ধ চায়- মোমিন মেহেদী

নিউজ ব্যাংক ২৪. নেট : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নিপীড়িত প্রতিটি মানুষই ইউক্রেনে হামলা বন্ধ চায়। চায় রাশিয়ার যুদ্ধচিন্তা থেকে মুক্তি পাক সে দেশের প্রতিটি মানুষ।
২৬ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় ধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থেকে শান্তির পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় ধারার প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান রবিউল আলম খান, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য জোবায়ের মাতুব্বর প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর থেকে সকল অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলো, আগামীতেও থাকবে। আজ যেমন নির্মমতার রাস্তায় অগ্রসর রাশিয়ার ইউক্রেন হামলার বিরোধীতা করছে, তেমনি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করার মধ্য দিয়ে অবিরাম মানবতা-সুশিক্ষা-ধর্ম-সমাজ-সভ্যতা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর হয়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছে; ছাত্র-যুব-জনতার দাবি আদায়ের জন্য নতুনধারার রাজনীতিকেরা নিজেদের জীবন বিলিয়ে দিতেও পিছপা হবে না।

আরও পড়ুন...

বৈষম্যমূলক শ্রম নীতি’র কারনে শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না- মুফতী মাসুম বিল্লাহ 

নিউজ ব্যাংক ২৪. নেট :  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি জননেতা মুফতী মুহাম্মদ মাসুম …