নিউজ ব্যাংক ২৪. নেট : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং শ্রমিকের ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা নির্ধারণের দাবীতে শ্রমিক জাগরণ মঞ্চের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার ৮ই মার্চ বিকালে শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লবী শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক’র সভাপতিত্বে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে বলেন, আজ সারা দেশের মানুষ অনেক কষ্টে দিন যাপন করছে। মানুষের দৈনন্দিন চাহিদা অনুসারে শ্রমের মজুরি পাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন আকাশ ছুঁয়ে যাচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে খাদ্যপণ্য। কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কাছে পুরো দেশ আজ জিম্মি। সরকারের প্রতি আহবান জানাই এদেশের এক তৃতীয়াংশ মানুষ শ্রমিক শ্রেণীর। তাদের স্বল্প আয়ে সংসার পরিচালনা করা অনেক কষ্টের হয়ে পড়েছে। তাই সেইসব অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করা জরুরী হয়ে পড়েছে। অপরদিকে শ্রমিকদের আয় বর্তমানে নাজেহাল। অল্প আয়ে সংসার পরিচালনা করতে শ্রমিকদের অনেক কষ্ট হচ্ছে। অধিকাংশ মালিক পক্ষ শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা বললে করছে অমানবিক অত্যাচার সহ চাকুরিচুত্য করা হচ্ছে। এই অবস্থার জন্য দায়ী সরকার। সরকার যদি শ্রমিকের হয়তো বেতন বৃদ্ধি করুন অন্যথায় নিত্যপণ্যের মূল্য কমান। বর্তমান সরকারের প্রতি শ্রমিক জাগরণ মঞ্চের অনুরোধ আপনারা অনতিবিলম্বে হয়তো শ্রমিকদের বেতন নূন্যতন ২৪ হাজার টাকা নির্ধারণ করুন অথবা নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি হওয়া কমান। তা না হলে শ্রমিক জাগরণ মঞ্চ সারা দেশের শ্রমিকদের স্বার্থ্যে দেশ ব্যাপী বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন, শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, আকলিমা খাতুন, কেয়ামনি কুলসুম বেগম, খালেদা জোসনা, মাকসুদা , জয়িতা রহমান, মেঘলা, খাদিজা, সুবর্না, নাজমা, তসলিমা শাহনাজ, রোকেয়া, জাহানারা, জেলা শাখার সভাপতি এস.এম. আবদুস সবুর, ইপিজেড স্ক্যান ট্রেক্স এর শ্রমিক নেতা মো. শামীম, কৃষক জাগরণ মঞ্চের সভাপতি মুরাদ হাসান, শেখ সবুজ, শাহানাজ, মোরর্শেদ ও নারী জাগরণ মঞ্চের নেত্রী সেলিনা মুরাদ, বীনা আক্তার, রাফিয়া আক্তার শিল্পী, ফারুক, নজরুল বিভিন্ন এলাকা থেকে আগত অনেক নেতৃবৃন্দ।