নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবীবৃন্দ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী ও কবি-সাহিত্যিকবৃন্দ, পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ সহ সর্বস্থরের জনসাধারন।
ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন’র নামাজে জানাজা শনিবার রাত ১০ ঘটিকায় ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় সকলকে অংশগ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে।