23 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / নাসিক ২নং ওয়ার্ডে ওএমএস কার্ডধারীদের চাল বিতরণ করেন কাউন্সিলর ইকবাল

নাসিক ২নং ওয়ার্ডে ওএমএস কার্ডধারীদের চাল বিতরণ করেন কাউন্সিলর ইকবাল

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ডে সরকারি ওএমএস (রেশন) কার্ডধারীদের দশ টাকা দরে চাল বিতরণের উদ্বোধন করেছেন নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।

বুধবার ১৩ই মে সকাল সাড়ে ৯টা থেকে কান্দাপাড়া এলাকায় কার্ডপ্রাপ্ত প্রত্যেকের কাছে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ জেলা খাদ্য বিভাগের আয়োজনে বিকেল ৩টা পর্যন্ত চলে এ কার্যক্রম।

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা খাদ্য বিভাগের উপ পরিদর্শক সজল সরকার, ১-৩ নং ওয়ার্ডের বিশেষ ওএমএস ডিলার মোঃ নুরুজ্জামান সহ বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইব্রাহীম আলী, হাজী জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, মোক্তার হোসেন, আকতার হোসেন, শহীদুল হক খান ঝন্টু, মাষ্টার মহিউদ্দিন, জসিম উদ্দিন ও কাউছার প্রমূখ।

কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, আমার ওয়ার্ডে ৩’শ জন নিতান্ত নি¤œ আয়ের ব্যক্তিদের সরকারী সুযোগ-সুবিধা সম্পন্ন ওএমএস (রেশন) কার্ড প্রদান করেছি। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে কার্ডধারী প্রত্যেক ব্যক্তি প্রতি মাসে সর্বনি¤œ ১০ টাকা দরে ২০ কেজি করে চাল ক্রয় করতে পারবে। এছাড়া পর্যায়ক্রমে সরকারী নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে তারা। আজকে ন্যায্য মূল্যে চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য, নভেল করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বিশেষ ওএমএস এর আওতায় ১০টাকা কেজি দরে চাল বিক্রয়ের ঘোষণা প্রদান করেন। সে প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় হতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য আপাতত ১৫হাজার ৬’শ পরিবারকে বিশেষ ওএমএস কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে ২৯ এপ্রিল (বুধবার) নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বিশেষ ওএমএস কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করেন। দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক ভবঘরে, তৃতীয়লিঙ্গ (হিজরা) সম্প্রদায়’সহ অন্যান্য সকল শ্রেণীর কর্মহীন মানুষ এ বিশেষ ওএমএস সুবিধা প্রাপ্ত হবে।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …