4 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / নাসিক ১৬নং ওয়ার্ডে কবির হোসেনের গণসংযোগ জনসমুদ্রে পরিণত

নাসিক ১৬নং ওয়ার্ডে কবির হোসেনের গণসংযোগ জনসমুদ্রে পরিণত

 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২২ উপলক্ষে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ কবির হোসেন এর পক্ষে ওয়ার্ডের সর্বস্তরের জনগন ঐক্যবদ্ধ হয়ে বিশাল গণসংযোগ ও প্রচারণা করেন।গণসংযোগ কালে ১৬নং ওয়ার্ডের প্রচারণা মূলক মিছিলটি বিশাল জনসমুদ্রে পরিনত হয়।

শুক্রবার ৩১ ডিসেম্বর বিকেলে নগরীর দেওভোগ কৃষ্ণচূড়ার মোড় হতে এ গণসংযোগটি অনুষ্ঠিত হয়।বিশাল এ গণসংযোগটি দেওভোগ কৃঞ্চচূড়ার সামনে থেকে শুরু করে ১৬নং ওয়ার্ডের বেপারীপাড়া, ১নং বাবুরাইল, মন্ডলপাড়া, ২নং বাবুরাইল, পাক্কারোড ও আখড়া এলাকা প্রদক্ষিণ করে পূনরায় কৃষ্ণচূড়ার সামনে এসে শেষ হয়।

পরে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে কবির হোসেন বলেন, এই ১৬নং ওয়ার্ডের বাসীন্দারা এতো সুশৃঙ্খলভাবে যে গণসংযোগটি করেছে তাতে বোঝা যাচ্ছে যে আল্লাহর রহমতে আগামী ১৬ই জানুয়ারী নির্বাচনে আমাদের বিজয় হবে। আপনাদের বড় ভাই, ছোট ভাই, আত্বীয়-স্বজন ও মুরুব্বী যারা আছেন তাদের প্রতি আমি সারাজীবন চির কৃতজ্ঞ হয়ে থাকবো। কারণ আপনারা অনেক ধৈর্য্যর পরিচয় দিয়েছেন। আমরা বুঝিয়ে দিয়েছি আল্লাহর রহমতে আমরা কতো ধৈর্য্যশীল। আমরা আশা করছি আমাদের আগামী কর্মসূচিতে আবারো মুরুব্বীদের সামনে রেখে আমরা যে গণসংযোগটি করবো তাতে আপনারা সকলে উপস্থিত থাকবেন।

এসময় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ, ১৬নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর নাজমুল আলম সজল, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক কবির খান, দুলাল মল্লিক, আক্তারুজাম্মান, নূর হোসেন, নূর আলম মানিক, মেজবাহ উদ্দিন, আবুল কাশেম হাসু, জানে আলম, মোঃ আলী, মোঃ খবু, মোঃ রিনা, নাজিম উদ্দিন, রতন বেপারী, ইয়াসিন মাতবর, ফেরদৌস ভূঁইয়া, তাসলিম হোসেন, মাসুদ রানা, সরকার আলম, আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি ও তার বন্ধু মহল, মাহাবুবুর রহমান চঞ্চল ও তার বন্ধু মহল, কবির হোসেনের বন্ধুমহল, হিমু, টুটুল, পারভেজ, মাসুদ, হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালকবৃন্দ, ইকবাল বেপারী ও মমিনের বন্ধুমহল, সন্ধি সামাজিক সংগঠন, জনসেবা সামাজিক সংগঠন, তরুণ সমাজ ও মানুষ মানুষের জন্য সামাজিক সংগঠনের সদস্যসহ ১নং বাবুরাইল, বেপারীপাড়া, সোনখোলা, তাতঁীঁপাড়া, ২নং বাবুরাইল, দেওভোগ ও পাক্কারোড এলাকার সাধারণ জনগণ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …