22 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / নাসিক কর্তৃক প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত চাল বিতরন করলেন প্যানেল মেয়র বিভা হাসান

নাসিক কর্তৃক প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত চাল বিতরন করলেন প্যানেল মেয়র বিভা হাসান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক বরাদ্ধকৃত চাল ১৭ নং ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকায় জাগ্রত সংসদের সহযোগিতায় বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র আফসনা আফরোজ বিভা হাসান। অনুষ্ঠানে জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভু্ইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন, কাউন্সিলরের সচিব মাসুদ রানা সহ  এলাকাবাসি।

রাগিব হাসান ভুইয়া বলেন  এর আগেও নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের মাধ্যমে তিনি ১০ জন ব্যাক্তিকে ৯০০ টাকা করে বিতরন করেন বিকাশের মাধ্যমে। এবং ৫ জনকে ও এম এস কার্ড বিতরন করেন। তার এ নিরব সমর্থন আমরা অব্যাহত ভাবে পেয়ে আসছি। তিনি এলাকার জন্য যা করছেন তা একমাত্র আল্লাহই জানেন। তার জীবনের রিস্ক নিয়ে দুই বছরের ছোট বাচ্চা রেখে কাজ করছেন তার জন্য দোয়া করি। এবং এভাবে যেনো কাজ করতে পারেন।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …