নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়নগঞ্জ সদর উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেছেন আমার কর্মকালীন সময়ে তিন বার নারায়নগঞ্জে কাজ করেছি। এ সময়ে এ শহরের মানুষেমানুষের যে ভালোবাসা পেয়েছি তা আমি যতদিন বেচে থাকবো এ ভালোবাসার কথা মনে থাকবে।
তিনি বলেন আমি কর্মকালীন সময়ে চেষ্টা করেছি দায়িত্ব নিয়ে কাজ করতে। কাজ করতে গিয়ে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা পেয়েছি। আমি এজন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন আমি চেষ্টা করেছি মানুষের সেবা করতে। এভাবে সেবা করতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি।
সোমবার দুপুরে জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সাংবাদিকদের সাথে বিদায়ী সাক্ষাৎ করতে এসে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা,সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, প্রনব রায়,শওকত এ সৈকত,পাপ্পু ভট্টাচার্য, তাপস সাহা,হাবিবুর রহমান শ্যামল,রফিকুল ইসলাম প্রমুখ