নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ব্যবস্থাপনায়, জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের জন্য ন্যায্যমুল্যে টিসিবির পণ্য বিক্রি চলছে।
মঙ্গলবার ১২ই মে রাত আটটা পর্যন্ত চাষাড়াস্থ নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সামনে এ বিক্রি চলছে। আগামীকাল বুধবার সকাল ১১থেকে বিকেল তিনটা পর্যন্ত একই স্থানে এ বিক্রি চলবে।
পণ্যের মধ্যে রয়েছে চিনি ২ কেজি ১০০টাকা, ডাল ১ কেজি ৫০ টাকা, তেল ২ লিটার ১৬০ টাকা, পেয়াজ ২ কেজি ৫০টাকা, ছোলা ২ কেজি ১২০। এগুলি বিক্রির দায়িত্বে রয়েছে লাকি এন্টারপ্রাইজ। বিপুল সংখ্যক সাংবাদিক এ ভোগ্য পন্য ক্রয় করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, যুগ্ম সাধারন সম্পাদক শওকত এ সৈকত, কোষাধ্যক্ষ প্রনব রায় সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।