নিউজ ব্যাংক ২৪ ডট নেট: নারায়ণগঞ্জ বাসিকে ঘরে থেকে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা করা, সেহরি, ইফতার এবং ঘরেই এবাদত বন্দেগি এবং সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলা এবং এই মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ দোয়া করার জন্য অনুরোধ করেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগিব হাসান ভুইয়া। রাগিব হাসান ভুইয়া বলেন এই মহামারিতে যেনো আমরা কোন ভাবেই সময় নষ্ট না করি এবং অযথা বাহিরে ঘুরাফেরা না করি এবং পবিত্র মাহে রমজানের সকল এবাদত ঘরে থেকে আল্লাহর কাছে প্রার্থনায় কাটাতে পারি সেদিকে লক্ষ রাখতে হবে।
নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের পক্ষ থেকে সভাপতি রাগিব আরো বলেন আমরা সকলের কাছে দোয়া চাই। জাগ্রত সংসদ যেনো মানুষের সেবায় সব সময় নিয়োজিত থাকতে পারে। এবং আমাদের স্বেচ্ছাসেবক, এবং সকল সদস্যদের জন্য নারায়ণগঞ্জ বাসির কাছে দোয়া চাই। আমরা সকলে যেনো সুস্থ থাকতে পারি। এবং জনতার সেবা করতে পারি।
