নিউজ ব্যাংক ২৪. নেট : অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদ’র উদ্যোগে ৭ শত অসহায় ও দুঃস্থ সাধারণ মানুষের জন্য ঈদ সামগ্রী, ৩ টি সেলাই মেশিন ও শাড়ি কাপড় বিতরণ করা হয়।

শুক্রবার ২৮ মার্চ বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ শহরের ১৭নং ওয়ার্ডস্থ পাইকপাড়া ভূইয়াপাড়া এলাকায় অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহরিয়ার সাঈদ অন্তর।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি রাগীব হাসান ভূইয়া, সহ সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ম সম্পাদক আমান, অর্থ সম্পাদক নাহিদ হোসেন, সমাজ কল্যান সম্পাদক সাদমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পিয়াস হায়দার, প্রচার সম্পাদক ইমন, যুব ও ক্রিড়া সম্পাদক বিভোর, কার্যকরী সদস্য আফ্রিদি, সদস্য প্রিতম, রনি, অংকন, সাবেক নির্বাচন কমিশনার আল মামুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বিভিন্ন এলাকার প্রায় ৭ শত অসহায় ও দুঃস্থ সাধারণ মানুষের জন্য ঈদ সামগ্রী, ৩ টি সেলাই মেশিন ও শাড়ি কাপড় বিতরণ করেন।