29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ৬ষ্ঠ বছরে পদার্পণ অভিষেক অনুষ্ঠানে পুলিশ সুপার রাসেল- সাংবাদিকরা সমাজের দর্পন

নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ৬ষ্ঠ বছরে পদার্পণ অভিষেক অনুষ্ঠানে পুলিশ সুপার রাসেল- সাংবাদিকরা সমাজের দর্পন

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩০ জানুয়ারি সকাল ১১ টা ৩০ মিনিট ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় এর অবদানে আজ আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। যার ফলশ্রুতিতে আজ অনলাইন প্রেস ক্লাব। আর অনলাইন শব্দটা এসেছে ডিজিটাল বাংলাদেশের কারনে।এর আগে অনলাইন প্রেসের নিউজ, নিউজ মাধ্যম পরিবেশন, পাঠক ছিলো না। এটা ডিজিটাল বাংলাদেশের বহিপ্রকাশ। এক সময় অতীতে আমরা শুধু বিটিবি দেখতাম। এরপর এটিএন বাংলা এবং একুশে টিভি চ্যানেল প্রতিষ্ঠিত হয়। যা স্যাটেলাইটের মাধ্যমে চলে। আর বর্তমানে ডিজিটাল বাংলাদেশে স্যাটেলাইটের যুগে অনলাইন বা অনলাইন প্রেসক্লাব হলো সেকালের আপডেট ভারসন।

আমি বর্তমান কমিটিকে সাধুবাদ জানাই। কারন নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের দ্বারা শুধু নারায়ণগঞ্জ নয় সারা বিশ্বের সকল বস্তুনিষ্ঠ সংবাদ মুহেুর্তের মধ্যে আমরা জানতে পারি। সমাজ গঠনে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অবদান আছে। ভালো সমাজ ব্যবস্থায় সাংবাদিকদের গুরুত্ব সবচেয়ে বেশী। প্রকৃত সাংবাদিক যারা তারা হচ্ছে সমাজের আয়না।তারা অন্যের ভুল ধরিয়ে দিচ্ছে লিখনির মাধ্যমে।আজ আমি অন্যায় করলে সমাজে তুলে ধরবে কে ? তুলে ধরার জন্যও একটি সমাজ প্রয়োজন্। যে দেশের গণমাধ্যম, যে দেশের সাংবাদিক যত উন্নত,যত শক্তিশালী এবং শিক্ষিত সে দেশ তত উন্নত। যে দেশের গণমাধ্যম কর্মী যত বস্তুনিষ্ঠ সংবাদ, সমাজ ও দেশকে নিয়ে চিন্তা করে সে দেশ তত উন্নত।

এসময় এসপি মোঃ রাসেল আরও বলেন, আপনাদের আমি একটি বিষয়ে অবগত করছি যে, কোন সাংবাদিকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ছাড়া কোন প্রকার আইসিটি অ্যাক্ট মামলা হবে না। আর যদি এমন কোন বিষয়ে সাংবাদিকরা পরেন তবে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলা নিবো। অন্যথায় কোন প্রকার হয়রানি হবে না। পরিশেষে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান এবং ক্লাবের উজ্জল ভবিষ্যত কামনা করি।

অভিষেক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক এম এ মান্নান ভূঁইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাত ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম, জেলা সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তরের লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ রায় ও বীরমুক্তিযোদ্ধা গাজী মিজানুর রহমান।

আনন্দ বিনোদনে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণাসহ ৩১ সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। সদস্য সচিব মোঃ সাইমুন ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুভেচ্ছা স্মারক বিতরণ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহান, পিবিআই ঢাকা রেঞ্জের পুলিশ পরির্দশক এটিএম আক্তারুজ্জামান, দৈনিক ইয়াদের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, দৈনিক অপরাধ রিপোর্টের মাসুদুর রহমান দীপু, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিস, সেক্রেটারী মোঃ মনির, খন্দকার হাফেজ মোঃ আওলাদ সহ আরও উপস্থিত ছিলেন।নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নব গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, কমিটির সদস্য মোঃ মনির হোসেন, মাহমুদ হোসেন রিপন, আল মামুন খান, মেহেদী মনজুর বকুল, মাজহারুল ইসলাম মুন্না, মোঃ জসিম উদ্দিন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ হোসেন, শাহাদাত হোসেন তৌহিদ এবং নারায়ণগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ অনলাইন নিউজ পোর্টালের গণমাধ্যম কর্মীরা।

আরও পড়ুন...

না’গঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার …