5 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে অগ্রগামী সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে অগ্রগামী সভা অনুষ্ঠিত

 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কল্যাণে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অগ্রগামী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ জুন বিকেলে চাষাঢ়াস্থ মাধবীলতা সিটি প্লাজায় একুশের কাগজের সম্পাদক ও নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রধান সমন্বয়কারী এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক অবকাঠামোসহ বেশকিছু কর্মসূচী কর্মপরিকল্পনা করে অগ্রগামী সভায় গুরুত্বপূর্ণ প্রস্তাবনা এবং বিভিন্ন উন্নয়নমূখী পদক্ষেপগুলো বাস্তবায়নে সকল সদস্যদের সহযোগিতা কামনা করা হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন পাঠ করেন জেবি বাংলা নিউজের সম্পাদক শহীদুজ্জামান আতিফ।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিন সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী মিজানুর রহমান। স্বাগত বক্তব্যসহ প্রতিষ্ঠাতা সদস্যদের নাম প্রকাশ করেন প্রেস নিউজ ২৪ ডট কমের সম্পাদক এস.এ.এম সাগর।

এছাড়াও সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার জন্য ১১ জন সংবাদকর্মীকে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রাথমিক সদস্য পদ প্রদান করা হয়। নির্বাচিত প্রাথমিক সদস্যদের নাম ঘোষনা করেন দৈনিক খবর পত্রের নারায়ণগঞ্জ প্রতিনিধি ও অনলাইন প্রেসক্লাবের সমন্বয়কারী মোঃ মনির হোসেন। সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য বক্তব্য রাখেন ক্লাবের সমন্বয়কারী ও পাঠক কণ্ঠের বার্তা প্রধান মোঃ মেহেদী মঞ্জুর বকুল।

সভায় আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সদস্য ও একুশের কাগজের নির্বাহী সম্পাদক মোহাম্মদ হোসেন, নারায়ণগঞ্জ বুলেটিনের সম্পাদক মাজহারুল ইসলাম মুন্না, ফেয়ার নিউজ বিডির সম্পাদক মোঃ ওয়াহিদুর রহমান সোহেল, নিউজ ব্যাংকের সম্পাদক আল মামুন খান, খবর নারায়ণগঞ্জ ডট কমের সম্পাদক জাহিদ হোসেন, ফটো সাংবাদিক মোঃ মশিউর রহমান, রয়েল টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ সাজু হোসেন, সিটি নিউজের সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, ডেইলী নারায়ণগঞ্জের বার্তা প্রধান শেখ মনির হোসেন, দৈনিক যুগের চিন্তার প্রতিনিধি মোঃ আল আমিন, নিউজ ২১ বাংলা টিভির নিউজ প্রেজেন্টার কাজী ইমরুল কায়েস ও ফেয়ার নিউজের মেহেদী হোসেন প্রমুখ।

পরিশেষে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমকে আরো শক্তিশালী ও গঠনমূলক করার জন্য প্রকৃত সাংবাদিকদের সদস্য হিসেবে নেওয়ার ঘোষণা দেওয়া হয় এবং সংবাদকর্মীদের নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবে স্বাগত জানানো হয়।

আরও পড়ুন...

না’গঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার …