22 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / নারায়ণগঞ্জে করোনায় রেষ্টুরেন্ট ব্যাবসা ধ্বংসের মুখে

নারায়ণগঞ্জে করোনায় রেষ্টুরেন্ট ব্যাবসা ধ্বংসের মুখে

নিউজ ব্যাংক ২৪ ডট নেট:
এক সময়ের প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ নানা সময়ে আলোচিত -সমালোচিত একটি জেলা। দেশের অর্থনীতিতে এই জেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা পৃথিবী যখন কোরনা ভাইরাসের আক্রমণে দিশেহারা, সেই কোরনা বাংলাদেশের প্রথম যেই জেলাতে প্রথম আঘাত আনে, সেটাও এই নারায়ণগঞ্জ। এই জেলা থেকে নীট তৈরী পোশাক শিল্পের প্রায় সিংহভাগ রাপ্তানি করা হয়। এই জেলাতে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে যার বেশির ভাগই পোশাক শ্রমিক। ব্যাবসা -বানিজ্য এবং নানা দিকের উন্নতির ফলে এই জেলার নগরীতে গড়ে উঠেছে, ছোট -বড় অনেক রেষ্টুরেন্ট। কিন্তু দেশ ব্যাপী লক ডাউন ও কোরনা আতংকের জন্য খাবার ব্যবসায় ধস নেমেছে।
জেলার খাবার ব্যাবসা গুলোতে অনেক উদয়মান উদ্যোক্তা রয়েছে যার ভালো একটা অংশই ছাত্র ও তরুনরা। কিন্তু কোরানার ধাক্কা তাদের ব্যাবসায় এক অবসরনীয় ক্ষতি হয়ে গিয়েছে। তাদের ব্যাবসা বন্ধ থাকার ফলে কর্মচারীদের বেতন ও স্থান ভাড়া মিটাতে হিমশিম খেতে হচ্ছে। অনেক তরুন উদ্যোক্তা ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে রেস্টুরেন্ট করেছিলো যা এখন এক দুঃস্বপ্নে রুপ নিয়েছে। এই পরিস্থিতিতে অনেক ছোট – বড় রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এই সময় নগরীর একটি জনপ্রিয় রেস্টুরেন্ট “চাবাও” এর তরুন উদ্যোক্তা তারিক আজিজ বলেন,লক ডাউন উঠে গেলেও এখন মানুষ রেস্টুরেন্ট গুলো ভালোভাবে জমে উঠেনি কারন রেস্টুরেন্ট শুধু খাবার গ্রহন এর জায়গা না, একটি সুন্দর জায়গাতে বসে মানুষ খেতে এবং সময় কাটাতে পছন্দ করে পরিবার পরিজনদের নিয়ে, কিন্তু কোরনার কারনে সামাজিক দূরত্ব মেনে চলতে হয় তাই ভোক্তারা এখন আর রেস্টুরেন্ট এ আসছে না বেশি। এই পরিস্থিতিতে আমাদের খাবার এর এই ব্যবসা টিকি থাকবে কিনা তা নিয়ে অনেক সংশয় রয়েছে। ইতিমধ্যে কিছু রেস্টুরেন্ট স্থায়ী ভাবে বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গেছে।
দেশের বিভিন্ন খাতে সরকারি সহয়তা পেয়ে থাকলেও রেস্টুরেন্ট বা খাবার ব্যাবসা সাথে জড়িতদের দিকে নজর দিবার মতো কেউ নেই।বলা চলে, অনেক ঝুঁকি ও উৎকন্ঠার মধ্যে দিয়ে এই ব্যাবসায়ীগন দিন পার করছে।
সুত্র: দৈনিক বাংলাদেশ খবর

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …