7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মাহমুদুল হক।

বৃহস্পতিবার ২৭ জুলাই সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ’র কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। পরে দু’জনই বন্দরের স্মৃতিসৌধে পুষ্পক অর্পণ করেন।

এর আগে ১০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বিদায়ী জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে বদলী করা হয়। নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাহমুদুল হককে।

মাহমুদুল হক প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ প্রকল্প পরিচালক পদে ছিলেন। আর জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ২০২২ সালের ১৭ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। তাঁকে চট্টগ্রামে বদলী করা হয়েছে।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …