নিউজ ব্যাংক ২৪. নেট : নাটোরের বাগাতিপাড়া লোকমানপুর রেল স্টেশন এলাকায় রেললাইন ভেঙ্গে ৬ ইঞ্চি ফাঁক হওয়ার ঘটনা ঘটেছে। ফলে এ স্থানে বস্তা গুঁজে ধীর গতিতে রাজশাহী রুটের ট্রেন চলাচল করছে। বর্তমানে ওই স্থানে মেরামতের কাজ চলছে।

বুধবার(৮ মে) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জিএম অসীম কুমার তালুকদার জানান, এ অঞ্চলের রেললাইন গুলো প্রায় ৫০ বছরের পুরানো। ফলে এ রেললাইনের ধারণ ক্ষমতা কমে গেছে। এজন্য কিছু কিছু স্থানে চাপে রেল লাইনগুলো ভেঙ্গে যায়। সকালে একটি কমিউটার ট্রেন চলাচলের সময় স্থানীয় লোকজন রেললাইন ভাঙ্গা দেখতে পায়। পরে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন প্রায় ৬ ইঞ্চির মতো ভেঙ্গে গেছে। এতে তেমন কোনো বিপদজনক নয়। ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করছে। ভাঙ্গা রেললাইন স্থানে মেরামত কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্য স্বাভাবিক হবে বলে তিনি জানান।