নিউজ ব্যাংক ২৪. নেট : নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশন পয়েন্টে মালগাড়ী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার ২২ নভেম্বর দুপুরে পার্বতীপুর থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় দিনাজপুর থেকে নাটোর হয়ে ঢাকা ও খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী থেকে ঢাকা ও খুলনা অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আব্দুলপুর জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, পার্বতীপুর থেকে মালবাহী একটি ট্রেন বেলা পৌনে ১টার দিকে আব্দুলপুর জংশনে সিগনাল পায়। এরপরই জংশনের পয়েন্টের কাছে পৌঁছালে পিছনের একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। পরে আরো দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে।
স্টেশন মাস্টার আরো জানান, কীভাবে ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। ঈশ্বরদী রেলওয়ে জংশনে খবর পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে বগি তিনটি লাইনে তোলার কাজ করবেন। লাইনচ্যুত হওয়া ট্রেনটি তিনটি বগি রেখে ঢাকায় পাঠানে হয়। উদ্ধারকারী ট্রেন আসার পরে যত দ্রæত সম্ভব বগি দুটি উদ্ধার করে সকল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।