21 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জাতীয় / না’গঞ্জ লিংক সড়ক ৬ লেনে উন্নীতকরন শীর্ষক স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

না’গঞ্জ লিংক সড়ক ৬ লেনে উন্নীতকরন শীর্ষক স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ লিংক সড়ক (সাইনবোর্ড-চাষাড়া) ৬ লেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষন স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৭ এপ্রিল  সকালে নতুন কোটর্স্থ এসপি অফিস সংলগ্ন সড়ক ও জনপদ অফিসে বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে এই স্থানীয় কর্মশালার অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ (সওজ) এর উপ বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীমের সভাপতিত্বে উক্ত কর্মশালা অনুষ্ঠানে ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ জহির রায়হান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাহমুদ হাসান পরিচালক (উপসচিব), আইএমইডি, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-২, পরিকল্পনা মন্ত্রণালয়, ড. মোহাম্মদ নাজমুল হক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নারায়ণগঞ্জ রোড সার্কেল, সড়ক ও জনপথ অধিদপ্তর, মশিউররহমান উপপরিচালক (উপসচিব), আইএমইডি, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-২, পরিকল্পনা মন্ত্রণালয়।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান, নুরে আলম হাসিব, এনডি ইর প্রজেক্ট ম্যানেজার মাহতাবুর রহমান, টিম এম এল কনসাস্টিং এর চেয়ারম্যান ও টিম লিডার।

 

আরও পড়ুন...

‘ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্ত হত্যা’

নিউজ ব্যাংক ২৪. নেট : ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে সীমান্তে হত্যা বড় বাধা বলে মন্তব্য করেছেন …