20 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / না’গঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

না’গঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ মার্চ বিকেলে নারায়নগঞ্জের ফতুল্লার মাসদাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার এর সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।

সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতে ইসলামীর প্রশংসা করে এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের অন্যায় ও জুলুম থেকে আমরা কেউ ই রেহাই পাইনি। তুলনামূলক জামায়াতের উপর অত্যাচারের মাত্রা একটু বেশী ছিলো। এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। জুলাই বিপ্লবের স্প্রিটকে নষ্ট হতে দিবোনা।

তিনি আরও বলেন, “চব্বিশে নতুন এক বিপ্লব এর পরে আমরা আশায় বুক বেঁধে ছিলাম হয়তোবা নতুন একটি বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে, যেখানে আর কোনো বৈষম্য থাকবে না। কিন্তু আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় আমাদের মধ্যে অনেক চিন্তার ভিন্নতা, রাজনৈতিক দর্শনের নানা মত পার্থক্য থাকা সত্ত্বেও, দিনশেষে এই বাংলাদেশ আমাদেরই, আমাদের এই ভূখণ্ডে আমাদের বাঁচতে হবে। আমরা অনেকেই পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার ফাঁদে পা দিয়ে কখন নিজেদের সর্বনাশ ডেকে আনছি, তা অনেকেই কল্পনা করতে পারছি না। আফগানিস্তানে যে পরিস্থিতি হয়েছিলো, ফিলিস্তিনে যে পরিস্থিতি চলছে, সিরিয়াতে যে অবস্থা চলেছিলো, বাংলাদেশকে নিয়ে এখন যে গুটি নাড়ানো হচ্ছে, আমার মনে হচ্ছে দেশটি সে দিকে এগিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “তাদের ষড়যন্ত্র রুখে দিতে, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আমরা যদি নারায়ণগঞ্জের মানুষের সব অসুবিধা ও সমস্যা সমাধান করে একটি নাগরিক বান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই, তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দল, গ্রুপ, এবং ব্যক্তির উপরে নানা ধরনের অত্যাচার চলছে। আওয়ামী লীগের বাইরেও কেউ কেউ এই সুযোগ নিয়ে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করেছে। সেই জায়গা থেকে, আমরা যদি মুখে কুলুপ এঁটে বসে থাকি, তবে আমাদের কিছু হবে না।”

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার, বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শাখাওয়াত হোসেন খাঁন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, গন অধিকার পরিষদ এর নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইলিয়াস আহমদ, জমিয়তে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মাওলানা ফেরদাউস উর রহমান, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি অমিত হাসান ও ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক ডক্টর ইকবাল হোসাইন ভূইয়া প্রমূখ।

আরও পড়ুন...

২৫০০ পরিবারের মাঝে নরায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : প্রতিবন্ধী, অসহায় এবং সামর্থ্যহীন ২ হাজার ৫০০ পরিবারের মাঝে নরায়ণগঞ্জ জেলা …