নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য র্যাব ছায়া তদন্ত করে আসছে।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, কতিপয় দুষ্কৃতিকারীদল পরিকল্পিতভাবে গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুলা মডেল থানাধীন ভূঁইঘর এলাকায় অবস্থান করছে। এরই সূত্র ধরে শনিবার ২৮ মে ২০২২ ইং তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুলা মডেল থানাধীন ভূঁইঘর এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং চক্রের ৪ জন সদস্য ১। মোঃ গোলাম রাব্বী (২২), পিতা-আব্দুর রশীদ, মাতা-কুলসুম বেগম, সাং-ঠাকুরবাড়ী, গশেরচর, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ, এ/পি-মাহমুদপুর স্ট্যান্ড, ভুঁইঘর, ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ, ২। সুজন আহমেদ (২২), পিতা-মকবুল হোসেন, মাতা-সাজিয়া বেগম, সাং-কুমারপাড়া, থানা-বড়লেখা, জেলা মৌলভীবাজার, এ/পি-উত্তর ভুঁইঘর, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ৩। মোঃ পিন্টু (২৬), পিতা-মনতাজ মিয়া, মাতা-আলো বেগম, সাং-চরবাউশ, পশ্চিমকান্দি, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ, এ/পি- রঘুনাথপুর (সোনালী মার্কেট) ফতুল্লা, নারায়ণগঞ্জ এবং ৪। মোঃ মনির সাউদ (২৬) পিতা-আলমগীর সাউদ, মাতা-ময়না বেগম, সাং-ভুঁইঘর পশ্চিমপাড়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’দেরকে রামদা-০৩টি, মোবাইল ফোন-০২টি এবং নগদ-১৫০০/- টাকা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।