28 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / না’গঞ্জ জাগ্রত সংসদের পাঠানো বার্ন ক্রীম চট্টগ্রাম অগ্নিকাণ্ডের আহতদের মাঝে বিতরণ

না’গঞ্জ জাগ্রত সংসদের পাঠানো বার্ন ক্রীম চট্টগ্রাম অগ্নিকাণ্ডের আহতদের মাঝে বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের পক্ষ থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড বি এম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের জন্য বার্না ক্রিম পৌছানো হয়েছে।
নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ এর সভাপতি রাগীব হাসান ভুইয়া ও সাধারণ সম্পাদক নুর আলম হৃদয়ের উদ্যোগে এবং কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন এর সেচ্ছাসেবীদের কাছে পৌছে দেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সদস্য আসিফ আহমেদ।
এ সময় আসিফ আহমেদ জানান, নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের পাঠানো বার্ন ক্রীম উপহার পেয়ে এবং এই চট্টগ্রামবাসীর এই বিপদে সেই নারায়ণগঞ্জ থেকে পাশে দাঁড়িয়েছে এই কারনে উপস্থিত সকলে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ সহ নারায়ণগঞ্জবাসিদের সাধুবাদ জানান।ষ
এছাড়াও ইতিপূর্বে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ সব সময় দেশের যে কোন ক্রান্তিলগ্নে চানমারি বস্তিতে আগুন, রহিঙ্গা সংকট, করোনা মোকবেলা সহ যে কোন দুর্যোগে মানুষের পাশে নিঃস্বার্থ ভাবে মানুষের পাশে দাঁড়ায়।

আরও পড়ুন...

না’গঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার …