7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / না’গঞ্জ আদালতপাড়া থেকে হ্যান্ডকাপ পরে পালিয়ে যাওয়া আসামি কেরানীগঞ্জে গ্রেফতার

না’গঞ্জ আদালতপাড়া থেকে হ্যান্ডকাপ পরে পালিয়ে যাওয়া আসামি কেরানীগঞ্জে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : মায়ের দায়ের করা চুরির মামলায় খালাসের রায় শুনে ফুর্তিতে নাচতে নাচতে হ্যান্ডকাপসহ নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে পালিয়ে যাওয়া রাজু ওরফে রনি দক্ষিন কেরানীগঞ্জে গ্রেফতার হয়েছে।

বুধবার ৩ এপ্রিল বেলা ১১ টায় পালিয়ে যাওয়ার পর দুপুর ২টায় দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ চেক পোষ্টে তল্লাশী করার সময় হাতে হ্যান্ডকাপ দেখে তাকে গ্রেফতার করে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ জানান, চেক পোষ্টে পুলিশ বিভিন্ন যানবাহন তল্লাশীর সময় ট্রাকের উপর এক ব্যক্তিকে হ্যান্ডকাপ পড়া অবস্থায় দেখে তাকে আটক করে। এসময় আটক ব্যক্তিকে জিজ্ঞাবাদ করা হলে সে জানায় নারায়ণগঞ্জ কোর্ট থেকে পালিয়ে এসেছে। এরপর নারায়ণগঞ্জ কোর্ট পুলিশকে জানানো হলে তারা এসে আটক ব্যক্তিকে হ্যান্ডকাপসহ থানা থেকে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমার জামিন হয়েছে বলতে বলতে একজন লোক হাতে হ্যান্ডকাপ পড়া অবস্থায় কোর্ট থেকে বের হয়ে লিংক রোডে একটি ট্রাকে উঠে সাইন বোর্ডের দিকে চলে যায়। এর অনেক সময় পর কোর্ট পুলিশ সেই ব্যক্তিকে খোজতে দৌড়ঝাপ শুরু করেন।

তবে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, আমাদের কোর্ট পুলিশ রনিকে কোর্টের আশপাশ থেকে তাৎক্ষনিকই আটক করেছে। সে মানুষিক ভারসম্যহীন পাগলের মত। এজন্য ২০২০ সালে নারায়ণগঞ্জ কোর্টে তার মা একটি চুরির মামলা দায়ের করেন। সেই মামলায় নারায়ণগঞ্জ কারাগার থেকে সকালে রনিকে কোর্ট হাজতে আনা হয়। এরপর কনেষ্টেবল আখতার ফারুক কোর্ট হাজত থেকে তাকে আদালতে নিয়ে যায়। আদালত রায়ে তাকে খালাশ প্রদান করেন। রায় শুনে কৌশলে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া রাজু ওরফে রনি (২৭) বন্দর থানার পূর্ব কুশিয়ারা গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

আরও পড়ুন...

গাজী আরও ৬দিনের রিমান্ডে

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের …