নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ২ জুলাই ২০২২ তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রাস্তার উপর একটি পিকআপ যোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ জহির (৩২), পিতা-কবির আহম্মেদ, মাতা-খায়রুননেছা, সাং-মটবী, ১১নং ওয়ার্ড, থানা ও জেলা-ফেনী এবং ২। মোঃ আব্দুল আহমেদ আকাশ (৩৭), পিতা-মৃত আব্দুল বারেক, মাতা-ফিরোজা বেগম, সাং-মাদবপুর, থানা-বুড়িচং, জেলা- কুমিল্লা’কে অবৈধ মাদকদ্রব্য ৬০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধারসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।