নিউজ ব্যাংক ২৪. নেট : গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ২০ মে ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন হাজীগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার দীর্ঘদিন পলাতক আসামী মোঃ সানজিদ হোসেন ওরফে সানজিল (৩৬), পিতা- মৃত আলী হোসেন, সাং- নিউ হাজীগঞ্জ বাজার, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এজাহার পর্যালোচনায় দেখা যায় যে, গত ০৫/১০/২০২২ খ্রিঃ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন নিউ হাজীগঞ্জ, বাঁশমুলীর মোড় এলাকায় একটি নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনাটি টাকা পয়সা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে খুন করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিম মোঃ ইমন (২২)’কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যাকান্ড ঘটায় এবং হত্যার রহস্য গোপন ও আলামত নষ্ট করার জন্য ভিকটিমের মৃত দেহ পরিত্যাক্ত বাড়ীর ভিতরে জমে থাকা পানিতে ফেলে রাখে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ ইব্রাহিম বাদী হয়ে গত ০৬/১০/২০২২ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৭(১০)২২। ঘটনাটি স্থানীয় জনসাধারণে মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
উক্ত ঘটনার পর আসামী মোঃ সানজিদ হোসেন ওরফে সানজিল (৩৬), পিতা- মৃত আলী হোসেন, সাং- নিউ হাজীগঞ্জ বাজার, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ আত্মগোপনে চলে যায়। আসামী আত্মগোপনে থাকা অবস্থায় গত ২০ মে ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।