7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / না’গঞ্জে সরকারি আটা মজুদ করে বিক্রির সময় মহিলা মেম্বারের স্বামীকে জরিমানা

না’গঞ্জে সরকারি আটা মজুদ করে বিক্রির সময় মহিলা মেম্বারের স্বামীকে জরিমানা

নিউজ ব্যাংক ২৪. নেট :  নারায়ণগঞ্জের বন্দরে ওএমএস’র (সরকারি) আটা অবৈধভাবে বিক্রির চেষ্টাকালে ২২বস্তা (১১শ’কেজি) সহ বন্দর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার আরিফা বেগমের স্বামী সোহেল মিয়াকে নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ১৪ মার্চ  দুপুরে  বন্দর উপজেলার হাজি সাহেবের মোড়স্থ বাজারের সামনে অবস্থিত আরিফা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে মজুদ রাখার দায়ে এ দন্ড প্রদান করেন ওই আদালতের বিজ্ঞ বিচারক বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) সুরাইয়া ইয়াসমিন।

অভিযান নেতৃত্ব দানকারী প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিন জানান, ১৪ মার্চ দুপুরে মেসার্স আরিফা এন্টারপ্রাইজ নামক একটি দোকান থেকে ওএমএস এর ২২ বস্তা (১১০০কেজি) আটা উদ্ধার করা হয়। এ অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে ১০০০০/- টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত আটা বন্দরস্থ’ কেন্দ্রীয় খাদ্য সংরক্ষনাগারে মজুদ রাখা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত আটা নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।

আরও পড়ুন...

গাজী আরও ৬দিনের রিমান্ডে

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের …