15 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / না’গঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার প্রেক্ষিতে ২ জনের আমৃত্যু কারাদন্ড

না’গঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার প্রেক্ষিতে ২ জনের আমৃত্যু কারাদন্ড

নিউজ ব্যাংক ২৪. নেট : চাঞ্চল্যকর ৭ বছরের এক শিশুকে সংঘবদ্ধ গণ ধর্ষণের পর হত্যা মত নির্মম ঘটনায় অভিযুক্ত ২ জন আসামীকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে নারায়ণগঞ্জ আদালত।

রবিবার ৩০ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের আলীনগর এলাকার ওলিউল্লাহ মিয়ার ছেলে সুমন (৩৪) ও নরসিংদীর পাইচার চর এলাকার ইবু মিয়ার ছেলে শফিকুল ইসলঅম (৩৫)। রায় ঘোষণার সময় উভয় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আসাদুজ্জামান বিষটি নিশ্চিত করে বলেন, বিগত ২০০৮ সালের ২০ ফ্রেরুয়ারী রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পাইনাদী এলাকায় ৭ বছরের শিশু কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে নির্মম ভাবে হত্যা করার অভিযোগে মামলা করেন ভিকটিমের মামা নজরুল ইসলাম। উক্ত মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ গ্রহণ শেষে রবিবার আদারতের বিচারক এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন...

না’গঞ্জে ৩১ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা …