নিউজ ব্যাংক ২৪. নেট : চাঞ্চল্যকর ৭ বছরের এক শিশুকে সংঘবদ্ধ গণ ধর্ষণের পর হত্যা মত নির্মম ঘটনায় অভিযুক্ত ২ জন আসামীকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে নারায়ণগঞ্জ আদালত।
রবিবার ৩০ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের আলীনগর এলাকার ওলিউল্লাহ মিয়ার ছেলে সুমন (৩৪) ও নরসিংদীর পাইচার চর এলাকার ইবু মিয়ার ছেলে শফিকুল ইসলঅম (৩৫)। রায় ঘোষণার সময় উভয় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আসাদুজ্জামান বিষটি নিশ্চিত করে বলেন, বিগত ২০০৮ সালের ২০ ফ্রেরুয়ারী রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পাইনাদী এলাকায় ৭ বছরের শিশু কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে নির্মম ভাবে হত্যা করার অভিযোগে মামলা করেন ভিকটিমের মামা নজরুল ইসলাম। উক্ত মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ গ্রহণ শেষে রবিবার আদারতের বিচারক এই রায় ঘোষণা করেন।