19 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / না’গঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

না’গঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকা হতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী “মোঃ জীবন (২৫)” র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ প্রেস বিজ্ঞপ্তিতে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সোমবার ২০ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন তল্লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জীবন (২৫), পিতা- ফারুক, মাতা-নুর জাহান, সাং- তল্লা সবুজ বাগ (তাহের মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা আদালত নারায়ণগঞ্জ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) সারণীর ৯(ক) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড ও ২০০০/-(দুই হাজার টাকা) অর্থ দন্ড অনাদায়ে আরো ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

অপ্রীতিকর পরিস্থিতি ঘটাতে চায় যারা তাদের বিরুদ্ধে বলিষ্ঠ ব্যবস্থা- আইজিপি ময়নুল ইসলাম 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ঐতিহ্য সম্বলিত শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির ও …