7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / ধর্মীয় অনুষ্ঠান / না’গঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত

না’গঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত

নিউজ ব্যাংক ২৪. নেট : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করেছে হিন্দু সম্প্রদায়।

সোমবার (২৬ আগষ্ট) সকালে নগরীর ২নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী একনাথানন্দজী।

এসময় হাজার হাজার ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেওভোগ লক্ষী নারায়ণ আখড়ায় এসে সমাপ্ত হয়। রাস্তার দুপাশের অসংখ্য মানুষ তা উপভোগ করে। হিন্দু নারীরা উলুধ্বনি দিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানায়। শোভাযাত্রায় ঢোল ঢক্কর বাদ্যি বাজনা নিয়ে উৎসবমুখর মিছিলে অনেকেই শ্রীকৃষ্ণ ও অন্যান্য দেবদেবি সাজে এসেছিল।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সরোজ কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সাবেক ট্রাস্টি ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা সহ পূজা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন...

প্রথম হজ ফ্লাইট সৌদি পৌঁছেছে

নিউজ ব্যাংক ২৪. নেট : ৪১৩ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে চলতি বছরের …