29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / না’গঞ্জে দেশীয় তৈরী বন্দুক ও পিস্তল সহ ৩ জন সন্ত্রাসী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

না’গঞ্জে দেশীয় তৈরী বন্দুক ও পিস্তল সহ ৩ জন সন্ত্রাসী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১৯ মে ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন কালিরবাজার এলাকায় টহল চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি পরস্পর যোগসাজশে গুরুতর ধর্তব্য অপরাধ করার জন্য নারায়ণঞ্জ জেলার সদর থানাধীন সৈয়দপুর এলাকায় অবস্থান করছে।

এরূপ তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় র‌্যাবের টহল দল উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় ১টি ১২ বোর একনলা বন্দুক, ১টি দেশীয় তৈরী পিস্তল, ২টি সুইচ গিয়ার এবং ৩ রাউন্ড গুলি সহ ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী ১। মোঃ সোহেল (৩৩), পিতা- আঃ সামাদ, মাতা- জুলেখা বেগম, সাং- বাড়ীর টেক, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ২। রহিম বাদশা (৩৫), পিতা- আলী আক্কাস, মাতা- দিলবাহার বেগম, সাং- পশ্চিম মুক্তারপুর, ডাক- মুন্সিগঞ্জ, থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা- মুন্সিগঞ্জ, ৩। মোঃ প্রভাত হোসেন (৩৫), পিতা- মোঃ আলী আকবর, মাতা-রাশিদা বেগম, সাং- পশ্চিম
মোক্তারপুর, থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই সহ অন্যান্য ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রাখে এবং চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্ম সহ সন্ত্রাসী কার্যক্রম, বিশৃঙ্খলা সৃষ্টি করা, নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে এবং ১নং আসামী মোঃ সোহেল (৩৩) এর নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামালা নং- ২০/১৮৬, তারিখ ১১/০৫/২০২৩ ইং রুজুকৃত মামলায় পলাতক আসামী ছিল। সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ সর্বদা তৎপর রয়েছে এবং সকল প্রকার সস্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …