15 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / না’গঞ্জে ইমামকে চাকুরিচ্যুত করার প্রতিবাদসহ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

না’গঞ্জে ইমামকে চাকুরিচ্যুত করার প্রতিবাদসহ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীর শাসনগাঁও শাহী জামে মসজিদের ইমামকে চাকুরিচ্যুত করার প্রতিবাদসহ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ মে বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জের ইমাম-মুয়াজ্জিন ও আলেমবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বায়তুল মুসলিম জামে মসজিদের ইমাম ও খতীব এবং চাষাঢ়া বাগে জান্নাত মাদ্রাসার মুহাদ্দিস মুফতী সিফাতুল্লাহ, আল-মদীনা জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী আবু মুসা, নুর মসজিদের ইমাম ও খতীব মাওলানা আলী আকবার, আল-আকসা জামে মসজিদের ইমাম মাওলানা মুস্তাফিজুর রহমান, বায়তুল জামাল জামে মসজিদের ইমাম মুফতী আব্দুশ শাকুর, এনায়েতনগর তালিমুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা রুকন আশরাফ, আদর্শনগর মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মুঈনুল ইসলাম, শায়খ আবু তাওয়ামা সংসদের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জামী, সহ-সভাপতি মাওলানা ইউসুফ সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম-খতীব, মুয়াজ্জিন, খাদেম ও সাধারণ মুসল্লীবৃন্দ।

মানববন্ধনে মুফতী শেখ শাব্বীর আহমাদ বলেন, নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীর শাসনগাঁও শাহী জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবু বকর সিদ্দিককে মসজিদের আংশিক কমিটি কর্তৃক অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি দীর্ঘ ৮ বছর যাবত মসজিদ টিতে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাকে এভাবে চাকুরিচ্যুত করা ইমাম সমাজের জন্য লজ্জার। আমরা ইমামকে পুনরায় বহাল ও মসজিদ কমিটি বাতিলেল দাবি জানাচ্ছি।

আরও পড়ুন...

বন্দরে দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে আলোচনা ও কেক কেটে উৎযাপিত

নিউজ ব্যাংক ২৪. নেট : ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা …