নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩ টি ইটভাটা ও একটি ক্লিনিক’কে ৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত সোমবার ৯ জানুয়ারি দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়।
এসময় বন্দর উপজেলার মা হাসপাতালকে ফ্রীজের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভোক্তা ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে সোনারগাঁও উপজেলায় ইটের পরিমাপে কম দেওয়ায় ও অবৈধ প্রক্রিয়ায় উৎপাদনের কারনে এবিএম এন্টারপ্রাইজকে ২ লাখ, মেসার্স শুভ অটো ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার এবং বন্দর উপজেলায় মেসার্স এম আরবি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে জেলা ও সোনারগাঁও থানা পুলিশের টিম এবং বাজার কর্মকর্তার প্রতিনিধি ও জেলা ক্যাব এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।