15 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / না’গঞ্জের পাইকপাড়া হতে দুই সন্তানের জননী শারমিন নিখোঁজ

না’গঞ্জের পাইকপাড়া হতে দুই সন্তানের জননী শারমিন নিখোঁজ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড পাইকপাড়া আমহাট্রা জল্লারপাড় এলাকা থেকে দুই সন্তানের জননী শারমিন আকতার (৩৫) নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে নিখোঁজ শারমিন আকতারের স্বামী মাহবুব আলম রিপন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গত ২৮/৭/২৩ ইং তারিখে একটি নিখোঁজ ডায়েরি করেন। যার নাম্বার-১৫৪৩।
জিডিতে তিনি উল্লেখ্য করেন, গত ২৭/৭/২৩ ইং দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিটে জল্লারপাড় তার নিজ বাসা থেকে নগরীর ২নং রেলগেটস্থ ফজর আলী ট্রেড সেন্টারে অবস্থিত একটি জীমে যাওয়ার উদ্দেশ্য বের হয়ে শারমিন আর বাসায় ফিরে আসেনি। এছাড়া তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নাম্বারও বন্ধ রয়েছে।
নিখোঁজ শারমিন (৩৫) এর উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যাম বর্নের, তার পরনে ছিল কালো রংয়ের সালোয়ার কামিজ ও পায়জামা।
কেউ যদি শারমিন এর কোন খোঁজ পান তাহলে উল্লেখিত মুঠোফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হইল-০১৭১২৭৭১০৪৫.

আরও পড়ুন...

নিখোঁজের ২১ দিনেও খোঁজ মেলেনি সুমাইয়ার ! 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শহীদনগর ডিয়ারা (ব্যাংক কলোনী) এলাকার  হাছিনা বেগমের …