নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রভাবশালী জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান জয় পেয়েছেন বড় ব্যবধানে। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৮৮ হাজার ভোট বেশি পেয়েছেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের ২৩১টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা মার্কা নিয়ে একেএম শামীম ওসমান পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল মার্কার মুরাদ হোসেন জামাল পেয়েছেন ৭ হাজার ২৬৯ ভোট।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ১৭৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী লাঙ্গল প্রতীক নিয়ে তার বড় ভাই আলহাজ্ব একেএম সেলিম ওসমান পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার মার্কার এডভোকেট এএমএম একরামুল হক ৩ হাজার ৭৩৩ ভোট পেয়েছেন।
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা ও একটিতে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক।