9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / নাঃগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবন নির্মাণে সাংসদ সেলিম ওসমানের আরোও ১০ লাখ টাকা অনুদান

নাঃগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবন নির্মাণে সাংসদ সেলিম ওসমানের আরোও ১০ লাখ টাকা অনুদান

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলার নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান মহোদয় আরোও ১০ লক্ষ টাকা অর্থাৎ এ পর্যন্ত মোট ৩ কোটি ১০ লক্ষ টাকা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ ও ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সদস্যগনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার ৪ঠা জানুয়ারী বাদ যোহর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এড.নুরুল হুদা, এড. খোকন সাহা, এড.খলিলুর রহমান, এড. মাসুদ-উর- রউফ প্রমূখ।
মিলাদ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া বলেন, আমরা নারায়ণগঞ্জের আইনজীবীগন ওসমান পরিবারের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকিব। কারন প্রতিশ্রুতি অনুযায়ী সাংসদ সেলিম ওসমান আমাদের নারায়ণগঞ্জের আইনজীবীদের জন্য ডিজিটাল বার ভবন নির্মাণের সমস্ত টাকা অনুদান হিসেবে দিয়ে যাচ্চেন। তার এই অনুদানের টাকায় নির্মিত ডিজিটাল নতুন বার ভবনে আজ আমরা আইনজীবীরা স্বাচ্ছন্দে কার্যক্রম করতে পারছি।
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.মাহবুবুর রহমানের সঞ্চলনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.মোহসীন মিয়া আরো বলেন, আইনজীবীদের ডিজিটাল বার ভবন তৈরিতে তাদের পকেটের কোন টাকা পয়সা খরচ হয় নি। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমান ৩ কোটি টাকা দিয়েছের বার ভবন করতে। সেই ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলার নির্মান কাজ সম্পন্ন করার জন্য আরো ১০ লক্ষ টাকা প্রদান করেছেন। আমাদের বিপদ আপদে তিনি আমাদের পাশে থাকেন এবং ভবিষ্যতে ও আমাদের পাশে থাকবেন।
করোনাকালীন সময় আমরা আমাদের অনেক আইনজীবীদের হারিয়েছি। আপনারা সকলেই সকলের জন্য দোয়া করবেন।

আরও পড়ুন...

গাজী আরও ৬দিনের রিমান্ডে

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের …