9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / নাঃগঞ্জে সকল ডিউটি অফিসার কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, আর মনিটরিং করবে এসপি অফিস- মোস্তাফিজুর রহমান

নাঃগঞ্জে সকল ডিউটি অফিসার কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, আর মনিটরিং করবে এসপি অফিস- মোস্তাফিজুর রহমান

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : প্রাচ্যেরডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলার পুলিশের আধুনিকায়নে কাজ করছে আমাদের জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাযেদুল আলম। তিনি এই জেলার পুলিশ বাহিনীর সদস্যদের দ্বারা সাধারণ জনগনের সেবা প্রাপ্তির জন্য হাতে নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ।

শুধু তাই নয় আগামী এক মাসের মধ্যে সকল ডিউ‌টি অফিসারদের রুমে সিসি টি‌ভি ক্যামেরা বসানো হবে। সেটা মনিটরিং করা হবে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে। নারায়নগঞ্জকে দূর্নীতি মুক্ত হি‌সে‌বে গড়ে তোলাই জেলা পুলিশ সুপার জায়েদুল আলম মহোদয়ের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর সকাল ১১ টার সময় কমিউনিটি পুলিশিং  নারায়ণগঞ্জ সদর মডেল থান ‘র আয়োজনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গ‌নে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বক্তব্যে তিনি আরো বলেন, সদর থানায় যে সকল সমস্যা নিয়ে আসেন আপনারা সে সকল সমস্যার সমাধান সঠিকভাবে পাচ্ছেন কিনা এবং কোন পুলিশ সদস্য টাকা-পয়সার সা‌থে জড়িত হচ্ছে কিনা তার জন্য এবং সকল সমস্যা সমাধানের জন্য আমাদের এই ওপেন হাউজ ডের আ‌য়োজন করা হয়েছে। আপনাদের যেকোনো সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। নারায়ণগঞ্জ জেলা পু‌লিশ সব সময় আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে।

নিতায়গঞ্জ থেকে সারা বাংলাদেশে যে সকল পণ্য রপ্তানি করা হয় সে সকল পণ্যের জন্য নিতাইগঞ্জে অনেকেই ব্যবসায়িক কাজে আসেন পণ্য ক্রয় করে নেওয়ার জন্য । সেই পণ্য পরিবহনের জন্য নিতায়গঞ্জে অনেক সমস্যা দেখা দেয় যানজটের ফলে। সে যানজট নিরস‌নের জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এক মাসের মধ্যে সেখা‌নে পুলিশের ব্যবস্থা করব। শুধু তাই নয় প্রয়োজনে আমরা নিতাইগঞ্জে ব্যবসায়ী‌দের সা‌থে বসে এই সমস্যা সমাধান করব।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ডাক্তার শাহ নেওয়াজ চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশের সভাপতি সোলায়মান, নারায়ণগঞ্জ সদর থানা কমিউনিটি পুলিশের সভাপতি শংকর সাহা, নারায়ণগঞ্জ কলেজের প্রভাষক আরিফ মিহির প্রমুখ।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …