নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডে শিমরাইল মোড় এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ ইথুন বড়ুয়া ইথু (২০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ এর একটি বিশেষ দল।
গত শনিবার ২ এপ্রিল দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য জানান র্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ২ এপ্রিল শিমরাইল মোড় এলাকায় চট্টগ্রাম- ঢাকাগামী মহাসড়কের ১ নম্বর ফুটওভারের নিচে একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ইথুকে গ্রেফতার করা হয়। সে কক্সবাজারের রামুর বড়ুয়াপাড়ার সন্তোষ বড়ুয়ার ছেলে।
এ সময় মাদক বিক্রির নগদ পাঁচ হাজার ৫৬০ টাকা, ১টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।