9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / নাঃগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ফটো সাংবাদিক নাদিমের জানাযায় সর্বমহলের শোক

নাঃগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ফটো সাংবাদিক নাদিমের জানাযায় সর্বমহলের শোক

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন তল্লা রেললাইন এলাকার বাইতুল সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে এসি বিস্ফোরণে ঘটনায় নিহত ফটো সাংবাদিক মোঃ নাদিম আহাম্মেদ এর অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। কর্মজীবনে ফটো সাংবাদিক নাদিম আহাম্মেদ ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। তাছাড়া সাংবাদিক নাদিম আহাম্মেদ কাজের মাধ্যমে হাজার হাজার মানুষের উপকার করে গেছেন বলেই তার জানাযায় হাজার হাজার মানুষ আজ উপস্থিত হয়েছেন। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনজীবীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী ও পেশাজীবী মানুষের ঢল নাদিমের জানাযায় অংশগ্রহন করার জন্য। সকলের চোখে পানি আর মনে কষ্ট দেখাযায় এসময় নাদিমের স্মৃতিতে।


এই দূর্ঘটনায় এ পর্যন্ত শেষখবর পাওয়া পর্যন্ত ২৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এর আগে গত শনিবার গভীর রাতে সর্বশেষ মৃত্যুর খবর পাওয়া যায় সকলের অতি পরিচিত মুখ সাবেক দৈনিক ভোরের কথা পত্রিকার চিফ ফটো সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ফটো সাংবাদিক মোঃ নাদিম এর মৃত্যু। এখনও ঢাকা মেডিকেল সহ বার্ন ইউনিটে মৃত্যুর সাথে লড়াই করছে কমপক্ষে ১০ জন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। মসজিদের এসি বিস্ফোরণ ঘটনায় তল্লাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বেশির ভাগ রোগীর শরীরের ৭০ শতাংশ দ্বগ্ধ হওয়ায় মৃত্যুর মিছিল ছিল প্রতিঘন্টায়, এমন সংবাদ আহত ও নিহত’র রোগীর আত্বীয় স্বজনের মাঝে পৌছেতেই কান্নায় ভেঙ্গে পরে তারা। দূর্ঘটনার সংবাদে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করতে ছুটে আসে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন এবং পুলিশ সুপার মোঃ জায়েদুল ইসলাম।

রবিবার ৬ই সেপ্টেম্বর বাদ জোহর নগরীর খানপুর চিলর্ডেন পার্কে ফটো সাংবাদিক নাদিম আহাম্মেদের জানাযা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই,সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃবাদল, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ,মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, জাতীয় ফটো জার্নাালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান কচি, সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকি, রিপোর্টার নিউনিটির সভাপতি সাংবাদিক শহিদুল্লাহ রাসেল, দৈনিক দেশ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি খোঃ মাসুদুর রহমান দিপু, দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

জানাজা পূর্বে বক্তরা বলেন নাদিম পেশাগত দায়িত্ব পালনে কখনও অবহেলা করেননি। সকাল, বিকাল, দুপুর এমনকি মধ্য রাতেও ছুটে গেছে তাজা ছবির পিছনে । মুখে হাসি নিয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে নাদিম সংবাদের পাতার ছবির সংগ্রহ করে নিজের পেশাগত কর্তব্য পালন করেছে। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিছু লোকের প্রাণ গেলেও একদিনের মধ্যে নারায়ণগঞ্জে আবারও মৃত্যুর মিছিলে মর্মাহত ও শোকাহত জেলাবাসী। স্বজনহারাদের আত্মনাত আর বুক ফাটা কান্নায় শোকাহত নারায়ণগঞ্জ জেলাবাসী। বিস্ফোররণ ঘটনায় ৩ বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিতাস গ্যাসের পাইপ লিকেজ থাকায় ঘটনার সুত্রপাত এবং ৫০ হাজার টাকা উৎকোচের বিনিময়ে সংস্কার এমনটি শোনা গেলেও এর মুল রহস্য এখনও উদঘাটন হয়নি। নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান ইঙ্গিত করেছেন গ্যাসের লেকেজ নাকি অন্য কিছু সে কারনে বিষয়টি তুচ্ছ করে দেখা যাবে না, তবে তিনি সঠিক তদন্তের জন্য জোরালো ভুমিকা রেখেছেন। এখন শুধু সময়ের দাবি এর রহস্য উদঘাটন ও ঘটনার মুল সত্যতা কখন বেড়িয়ে আসবে জনসম্মখে। জানাযা শেষে ফটো সাংবাদিক নাদিমের মৃত্যদেহ মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …