নিউজ ব্যাংক ২৪ ডট নেট : “আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেড” এর কর্ণধার আলহাজ্ব মোঃ কাশেম পরিবারকে হুমকি প্রদান সহ মোঃ হাজী শফিউদ্দিন ও তার দুই ছেলেকে মারধর এবং আটকে রেখে ৫৮ লাখ টাকা চাঁদা দাবি করেছেন মোঃ মনিরুল ইসলাম। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ দায়ের করেছেন ভোক্তভোগী দুটি পরিবার।
সাধারণ ডায়েরিতে “আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন (৩৩) জানান, বিবাদী মোঃ মনিরুল ইসলাম (৪০) পিতা মৃত হাজী শফিকুল ইসলাম, বর্তমান ঠিকানা ৫১ শেরে বাংলা লিংক রোড, মাসদাইরের বাসিন্দা। উক্ত বিবাদী বিগত ১০ থেকে ১৫ দিন যাবত অত্র প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক, আলহাজ্ব মোঃ কাশেম সাহেব ও তার পরিবারের অন্যান্য সদস্যদের হুমকি প্রদান করছেন। বিবাদী মোঃ মনিরুল ইসলাম আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিবারের সদস্যদের শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতিসাধন করার চেষ্টা করছেন এবং তাদের বিরুদ্ধে উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে বিভিন্ন মিথ্যা অপপ্রচার রটাচ্ছেন এবং একই সাথে হুমকী দামকী দিয়ে ভয় ভীতি দেখাচ্ছন। মনিরুল ইসলাম উক্ত প্রতিষ্ঠানের মালিক ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করে নিজের নজরদারীতে রাখচ্ছেন বলেও জানতে পারেন ভুক্তভোগীরা ।
একইদিনে নারায়ণগঞ্জ সদর থানাধীন টানবাজার এলাকায় এইচ.এম এন্টারপ্রাইজের মালিক সুতা ব্যবসায়ী হাজী শফিউদ্দিন (৬৫) নামক এক ব্যাক্তি , বিবাদীর বিরুদ্ধে আরো একটি অভিযোগ দায়ের করেন যে, তাঁর দুই ছেলে মেহেদী হাসান (৩৫) ও সুজন আহমেদ মহসিন (৩২) কে বিবাদীর বাড়িতে ডেকে নিয়ে মনিরুল ইসলাম সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন তার বাড়ির একটি রুমে আটকে রেখে এলোপাথারি মারধর করে গুরুতর আহত করেছে এবং হুমকি প্রদান সহ ৫৮ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী সন্তানদের জীবন বাচাঁতে বাধ্য হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান হতে সুতা বিক্রি করে ও নিকট আত্মীয়দের কাছ থেকে ২৫ লক্ষ টাকা এবং প্রিমিয়ার ব্যাংক লিঃ নারায়ণগঞ্জ শাখার চেক নং (সিডিবি-৮৪৫৩০৯৩) মুলে ৬ লক্ষ টাকা চেক মনিরুল ইসলামকে প্রদান করেন।
আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়া মনিরুল ইসলাম থানার পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক অপরাধ করেই চলছে। তার খুঁটির জোড় কোথায় ? অভিযোগকারীরা জানতে চায়? ভোক্তভোগীরা বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।