26 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / নাঃগঞ্জের কাঁচপুর হতে র‌্যাব-১১ এর অভিযানে ২জন চাঁদাবাজ গ্রেফতার

নাঃগঞ্জের কাঁচপুর হতে র‌্যাব-১১ এর অভিযানে ২জন চাঁদাবাজ গ্রেফতার

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১০ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ সকালে র‌্যাব-১১, সিপিএসসি এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রাবাহী পরিবহন বাস থামিয়ে চাঁদা আদায়কালে ২ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া (২৫) এবং ২। মোঃ বাপ্পি মিয়া (৪০) । এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ৭,৩০০/- টাকা উদ্ধার করা হয়।

 

 

 

উপস্থিত স্বাক্ষী, পরিবহন চালক ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিয়া ও বাবুলের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রাবাহী পরিবহন বাস থামিয়ে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০/- থেকে ১০০/- টাকা করে চাঁদা আদায় করে আসছে। নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া (২৫) ও ২। মোঃ বাপ্পি মিয়া (৪০)’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এই সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৭,৩০০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামীদের পরষ্পর যোগসাজশে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত যাত্রাবাহী বাস থামিয়ে বাসের চালক ও হেলপারকে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে পরিবহন চালকরা অতিষ্ঠ।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …