নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় সুমন মিস্টান্ন এবং রহিম বিরিয়ানি হাউজকে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার রাখা ও স্বাস্থ্য বিধি নামেনে কাজ করার জন্য ৫ হাজর টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ২ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা’র নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা জানান তল্লা রেললাইন এলাকার সুমন মিস্টান্ন এবং রহিম বিরিয়ানি হাউজকে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার রাখা ও স্বাস্থ্য বিধি নামেনে কাজ করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫ হাজার টাকা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় অভিযান পরিচালনাকালে খাদ্য সুরক্ষা পরিদর্শক মো. শাজাহান ও জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।