20 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / দেশে ৪ জেলা এখনো করোনা মুক্ত

দেশে ৪ জেলা এখনো করোনা মুক্ত

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  :  করোনাভাইরাস দেশের ৬০টি জেলাতেই ছড়িয়ে পড়েছে। সবশেষ নতুন করে শনাক্ত হয়েছে ভোলা ও নাটোরে। বাকি রয়েছে চারটি জেলা। সৌভাগ্যবান এ জেলাগুলো হলো- রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা।

শনিবার  ২৫ এপ্রিল দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআর এর ফেসবুক সংবাদ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, নতুন করে বরিশাল বিভাগের ভোলা ও রাজশাহী বিভাগের নাটোরে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তিনি আরো বলেন, ২৪ এপ্রিল পর্যন্ত রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা করোনা থেকে মুক্ত রয়েছে।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন ও আক্রান্ত ৩০৯ জন। মৃতের মধ্যে ৪ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।

প্রতিদিনের সংবাদ বুলেটিনে আরো জানানো হয়, নতুন মৃতদের মধ্যে ঢাকার ৩ জন। নারায়ণগঞ্জ ও জয়পুরহাটের ২ জন রয়েছে। এছাড়া টাঙ্গাইলের একজন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩ হাজার ৪২২টি এবং পরীক্ষা হয়েছে ৩ হাজার ৩৩৭টি।

নাসিমা সুলতানা বলেন, মৃত ৯ জনের মধ্যে ৭ জনের বয়স ৭০ এর বেশি। ৫১-৬০ বছরের মধ্যে একজন এবং একজনের বয়স ৬০ বছরের বেশি।

আরও পড়ুন...

হাজীগঞ্জে শিশু বলাৎকার মাদ্রাসা শিক্ষক কারাগারে

নিউজ ব্যাংক ২৪. নেট : চাঁদপুরের হাজীগঞ্জে মো. ইসমাঈল হোসাইন (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের …