20 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / দূর্ঘটনা / দেশের খবর মুন্সিগঞ্জে বোর্ড তৈরির কারখানায় আগুন

দেশের খবর মুন্সিগঞ্জে বোর্ড তৈরির কারখানায় আগুন

নিউজ ব্যাংক ২৪. নেট : মুন্সিগঞ্জের গজারিয়ায় সুপারবোর্ড নামে বোর্ড তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (২৪ মার্চ) দুপুর ১টা ১১ মিনিটের দিকে উপজেলার হোসেন্দী এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

বিকেল সাড়ে চারটায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। উদ্ধারকর্মীরা এখনো অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেননি।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বোর্ড তৈরি হয়। দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করি। আগুনের ভয়াবহতা বেশি। গজারিয়া ফায়ার স্টেশনের দুটি, গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের দুটি, সোনারগাঁও ফায়ার স্টেশনের দুটি,আদমজী ফায়ার স্টেশনের দুটি, ডেমরা ফায়ার স্টেশনের দুটিসহ বর্তমানে মোট দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তিনি।
পরে তাদের সঙ্গে আরো দুটি ইউনিট যোগ দেয়।

আরও পড়ুন...

না’গঞ্জে ঝুটের গোডাউনে আগুন 

নিউজ ব্যাংক ২৪. নেট  : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে …