19 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / দূর্ঘটনা / দুই বাসের চাপায় ঝরলো ৮ বছরের এতিম শিশু বই বিক্রেতার প্রাণ

দুই বাসের চাপায় ঝরলো ৮ বছরের এতিম শিশু বই বিক্রেতার প্রাণ

নিউজ ব্যাংক ২৪. নেট : রাজধানীর গুলিস্তানে দুই বাসের মাঝে চাপা পড়ে সুমন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ফেরি করে বই বিক্রি করতো।

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে গুলিস্তান আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা কমিউনিটি পুলিশ মো. বাবু ও বাস শ্রমিক ফয়সাল দেওয়ান জানান, শিশুটি বাসে ফেরি করে নামাজ শিক্ষার বই বিক্রি করতো। বিকেলে আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল সে। সেখানে জৈনপুর এক্সপ্রেস নামে একটি বাস রাস্তার পাশে দাঁড় করানো ছিল ও বিআরটিসির একটি দ্বিতল বাস কাউন্টারে রাখার জন্য পেছনের দিকে চালাচ্ছিল। তখন দুই বাসের মাঝে চাপা পড়ে শিশুটি। এতে গুরুতর আহত হয় সে। দেখতে পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে আসেন সুমনের সৎ বাবা আ. সামাদ। তিনি জানান, সুমনের বাবা আলমগীর কয়েক বছর আগে মারা গেছেন। এরপর থেকে সে মা লাবনী আক্তার ও তার সঙ্গে গুলিস্তান স্টেডিয়াম এলাকায় থাকতো। বাসে হকারি করে নামাজ শিক্ষার বই বিক্রি করতো সে। তারাও হকারি করেন।

এদিকে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমার বিশ্বাস জানান, খবর শুনে হাসপাতালে গিয়ে সুমনের মরদেহ দেখতে পাই। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে বিসিকে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটী এলাকায় বিসিকের গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …