9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / তল্লার মসজিদ বিষ্ফোরণে আহতদের সুচিকিৎসা, নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবিতে নাঃগঞ্জে বাসদের মানববন্ধন

তল্লার মসজিদ বিষ্ফোরণে আহতদের সুচিকিৎসা, নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবিতে নাঃগঞ্জে বাসদের মানববন্ধন

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ জেলার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিষ্ফোরণে আহতদের সুচিকিৎসা, নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও প্রকৃত দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার ৭ই সেপ্টেম্বর বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক কমরেড নিখিল দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের নির্বাহী সদস্য আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন, বাসদ পাগলা আঞ্চলিক শাখার সমন্বয়ক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার।
নিখিল দাস বলেন, তল্লার মসজিদের ভয়াবহ বিষ্ফোরণে চিকিৎসাধীন ৩৭ জনের মধ্যে ইতিমধ্যে ২৬ জন মৃত্যুবরণ করেছে। অন্যরাও আশংকামুক্ত নয়। অবহেলা আর গাফলতির কারণেই এই বড় ধরণের বিপর্যয়ে পড়তে হলো। আমরা একে শুধু দুর্ঘটনা বলে চালিয়ে দিতে পারি না। এটি একটি অবহেলাজনিত হত্যাকা-। মসজিদ কমিটির সভাপতি বলেছেন, তিতাসের লোকজন ৫০ হাজার দাবিকৃত টাকা না পাওয়ায় গ্যাস পাইপের লিকেজ সংস্কার করেনি। এই অবহেলার দায়তো তাদেরই নিতে হবে। ইতিমধ্যে ৪ টি তদন্ত কমিটি হয়েছে। এ ধরণের তদন্ত কমিটির উপর জনগণের ভরসা কম। বিচারবিভাগীয় তদন্ত কমিটি করা প্রয়োজন। সঠিক তদন্তে বেরিয়ে আসা প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

নেতৃবৃন্দ আহতদের সুচিকিৎসা এবং নিহত-আহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেয়ার জন্যও সরকারের প্রতি দাবি জানান।

আরও পড়ুন...

বৈষম্যমূলক শ্রম নীতি’র কারনে শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না- মুফতী মাসুম বিল্লাহ 

নিউজ ব্যাংক ২৪. নেট :  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি জননেতা মুফতী মুহাম্মদ মাসুম …