নিউজ ব্যাংক ২৪. নেট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৫ ঘণ্টায় ১২ টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ১১ টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। তবে তফসিল ঘোষণার পর থেকে ঢাকা সিটিতে দুর্বৃত্তদের আগুনের সংবাদ পায়নি ফায়ার সার্ভিস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ওই ১৫ ঘণ্টায় ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগ (ঝালকাঠি) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর,বগুড়া, চাপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) ১টি অগ্নসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় ২টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা, ১টি ট্রেন পুড়ে যায়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২১ ইউনিট ও ১১৬ জন কর্মী কাজ করেছেন।