29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নিউজ ব্যাংক ২৪. নেট :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। গত শুক্রবার রাত ২টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. খোকন, মোস্তফা প্রকাশ চৌধুরী, সুমন মিয়া, রাসেল হোসেন ও মনসুর আলম।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে বড়দারোগাহাট এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ির যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল। এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …