21 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / ঢাকায় প্রধানমন্ত্রীর সমা‌বে‌শে আজ‌মেরী ওসমা‌নের নি‌র্দেশে নেতাকর্মী‌দের যোগদান

ঢাকায় প্রধানমন্ত্রীর সমা‌বে‌শে আজ‌মেরী ওসমা‌নের নি‌র্দেশে নেতাকর্মী‌দের যোগদান

নিউজ ব্যাংক ২৪. নেট : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে নারায়ণগঞ্জ থে‌কে যুব‌নেতা আলহাজ্ব আজ‌মেরী ওসমা‌নের নি‌র্দেশে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দি‌য়ে‌ছেন। আলহাজ্ব আজ‌মেরী ওসমান নারায়ণগঞ্জ-৫ আস‌নের চার বারের নির্বাচিত প্রয়াত সংসদ সদস‌্য বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব একেএম না‌সিম ওসমা‌নের একমাত্র পুত্র।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১টার সময় নারায়ণগঞ্জ‌ থে‌কে আজ‌মেরী ওসমা‌নের নির্দেশে ৪০‌ টি হা‌ইএস গা‌ড়ি ও ১০ টি প্রাইভেট গা‌ড়ি‌তে ক‌রে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ‌্যা‌নের সমা‌বেশস্থ‌লের উদ্দে‌শ্যে রওয়ানা হন। সেখ‌া‌নে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত‌রে জ‌ড়ো হয়ে সেখান থে‌কে আনন্দ মি‌ছিল ক‌রে সমা‌বে‌শে যোগ দেয় নেতাকর্মীরা। মি‌ছি‌লে থাকা নেতাকর্মী‌দের হাতে আজ‌মেরী ওসমা‌নের ছবি সংবলিত প্ল্যাকার্ড, অনেকের হাতে বাংলাদেশের পতাকা দেখা গে‌ছে।

মি‌ছি‌লে উপ‌স্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজী আমীর, আওয়ামী লীগ নেতা হামিদ প্রধান, মোঃ নাসির, মোঃ সুমন, ইফতি, মোঃ মনির হোসেন, মু‌কিত, মোহাম্মদ হোসেন রেজা, আলমগীর হোসেন আলমসহ নারায়ণগ‌ঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন...

বিএনপিতে কোন সন্ত্রাসী, লুটেরা, চাঁদাবাজকে প্রশ্রয় দেবেন না- এড. সাখাওয়াত

নিউজ ব্যাংক ২৪. নেট : বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই। যারা দলের নাম খারাপ করার চেষ্টা …