29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / ঢাকায় উপ-সচিবের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢাকায় উপ-সচিবের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : রাজধানীর হাতিরঝিল থানার ইস্কাটনে উপ-সচিবের বাসা থেকে আমেনা আক্তার (১৩) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমেনা শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মনিরুজ্জামানের ইস্কাটনের বাসায় কাজ করতেন।

মঙ্গলবার ৬ ডিসেম্বর সকালে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, সোমবার (৫ ডিসেম্বর) ইস্কাটনের ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও বলেন, বাসার পরিবারের সদস্যরা পুলিশের কাছে দাবি করছে আমেনা যখন আত্মহত্যা করে তখন বাসায় কেউ ছিল না। তবে মরদেহ ঘরের মেঝেতে পড়েছিল। পুলিশ সেখান থেকে উদ্ধার করে। তাহলে তার মরদেহ জানালার গ্রিল থেকে কে নামালো। এ বিষয় নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে এটি হত্যা নাকি অন্য কিছু সেটা ময়নাতদন্তের পরেই জানা যাবে।

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …