11 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জাতীয় / ডেঙ্গু প্রসঙ্গ- জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির বিষয়ে ভাবছে সরকার

ডেঙ্গু প্রসঙ্গ- জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির বিষয়ে ভাবছে সরকার

নিউজ ব্যাংক ২৪. নেট : চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারির বিষয়ে সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।

রবিবার ১৬ জুলাই দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণার সময় এখনো আসেনি। তবে কোভিডের সময় আমরা পাবলিক হেলথ ইমার্জেন্সি করেছি। এবারও নিশ্চয়ই সেটি হতে পারে। এটি পলিসি লেভেলের বিষয়। আমরা আমাদের কনসার্ন পলিসি লেভেলে জানিয়েছি। এ ব্যাপারে কথা বলে আমরা আবার জানাবো।

এরপর স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ডেঙ্গুর এখন যে পরিস্থিতি সেটি ইমার্জেন্সি জারির মত কিনা, তা ভেবে দেখা উচিত। আমরা এটি এনালাইসিস করে দেখছি।

আরও পড়ুন...

নতুন করে আরও ৮ হাজার রোহিঙ্গা দেশে ঢুকেছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ব্যাংক ২৪. নেট : নতুন করে মিয়ানমার থেকে প্রায় ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ …