নিউজ ব্যাংক ২৪. নেট : কক্সবাজার টেকনাফে আলাদা অভিযানে মাদক কারবারীদের ফেলে যাওয়া বস্তা থেকে ২ দশমিক ১৩২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৭৮ হাজার ৮০০টি ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি)। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দ মাদক পরবর্তী সবার উপস্থিতে ধ্বংস করা হবে বলে তিনি জানান।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, রবিবার (৩১ ডিসেম্বর) ভোরের দিকে সাগর পথে মিয়ানমার থেকে মাদকের একটি চালান কাটাবুনিয়া এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের খবর পায় বিজিবির খুরের মুখ অস্থায়ী চেক পোস্ট। পরে ব্যাটালিয়ন সদর ও অস্থায়ী চেকপোস্টের একটি ওই এলাকায় অবস্থান নেয়। পরে এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে বোট থেকে নেমে কাটাবুনিয়ায় আসতে দেখে তারা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায় সে। তল্লাশি করে ব্যাগ থেকে ২ দশমিক ২৩২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে বিজিবি সদস্যরা।
এদিকে রবিবার রাতে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে একটি মাদকের চালান আশিকানি এলাকা দিয়ে বাংলাদেশে পাচার হতে হওয়ার খবর পায় বিজিবির সাবরাং বিওপি ফাঁড়ি। আশিকানি এলাকার লবণের মাঠে অবস্থান নেয় বাহিনীর সদস্যরা। পরে দুজন ব্যক্তি কয়েকটি বস্তা হাতে শূন্য রেখা অতিক্রম করলে তাদের থামতে সংকেত দেওয়া হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে টহল দল দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৭৮ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করে। জব্দ ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।