7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / অর্থনীতি / টানা ৬ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

টানা ৬ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিউজ ব্যাংক ২৪. নেট : হিলি স্থলবন্দরে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধ থাকবে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন বলেও জানান তিনি।

তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ১৪ এপ্রিল (রোববার) পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৫ এপ্রিল (সোমবার) থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলা হিলি কাস্টমস, পানামা পোর্ট, হিলি সিঅ্যান্ডএফ এজেন্টসহ আমদানি-রপ্তানি সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে জানান তিনি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন...

তারাবিহ ও সেহরিতে লোডশেডিং হবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ব্যাংক ২৪. নেট : রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা …